প্রজ্ঞাপনের প্রস্তুতি আছে, নির্দেশ পাইনি: মন্ত্রিপরিষদ সচিব
৬ নভেম্বর ২০১৮ ১৬:২৮ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৬:২৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: মন্ত্রিপরিষদ থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাইনি। তবে আমরা যে কোনো নির্দেশনা পালনে প্রস্তুত আছি। নির্দেশনা পেলে এক ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করা সম্ভব হবে।
মঙ্গলবার (৬ নভেম্বর) মন্ত্রিপরিষদের সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শফিউল আলম বলেন, ‘নির্দেশনা পেলে মহামান্য রাষ্ট্রপতির কাছে ফাইল পাঠিয়ে ওনার অনুমতির পর আমরা প্রজ্ঞাপন জারি করব।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নির্বাচনকালীন সময়ে অন্তবর্তীকালীন সরকার বলেন আর নির্বাচনকালীন সরকার বলেন সেই সরকারের মন্ত্রিপরিষদ বৈঠক চলতে কোনো বাধা নেই।’
সারাবাংলা/এইচএ/একে