নতুন দফতরে তারানা হালিম
৭ জানুয়ারি ২০১৮ ১৩:৫৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০১৮ ১৭:৪১
স্পেশাল করসপন্ডেন্ট
রদবদলের কারণে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব হারানোর পর নতুন দফতরে যোগ দিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম। এখন থেকে তিনি তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
রবিবার সকাল পৌঁনে ১১টার দিকে তিনি সচিবালয়ে নিজের নতুন দফতরে যোগ দেন। গত ৩ জানুয়ারি তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সচিবালয়ের চার নম্বর ভবনের নবম তলায় তথ্য মন্ত্রণালয়ে ৮০১ নম্বর কক্ষে তারানা হালিমের নতুন অফিস। রবিবার তিনি নিজ কক্ষে উপস্থিত হলে ভারপ্রাপ্ত তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তারানা হালিমকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কক্ষে গেলে তিনিও তারানা হালিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সারাবাংলা/এনএস/