Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ


৬ নভেম্বর ২০১৮ ০৯:৫৬ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১০:৩৫

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দগ্ধরা হলেন, সাইফুল ইসলাম রুবেল (২৬) ও তার স্ত্রী সাজেনা আক্তার (১৮)। তাদের বাড়ি ভোলা জেলার চড়ফ্যাশন উপজেলার বদরপুর গ্রামে।

রুবেলের ছোট ভাই এখলাস জানান, তার ভাই রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ১৩ নম্বর রোডের একটি একতলা বাসায় থাকতেন। গতকাল বাসার রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। রাতে সিলিন্ডার লিকেজ হয়ে ছিল। সকালে সেটি বিস্ফোরণ হয়ে আগুন লাগে। সে আগুনে তার ভাই ও ভাবী দগ্ধ হন। পরে তাদেরকে ঢামেকে হাসপাতালেরর বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এ দিকে চিকিৎসক জানিয়েছেন দুইজনের অবস্থা আশংকাজনক। সাইফুলের ৯৭ শতাংশ এবং তার সাজেনার ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মোহাম্মদপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী স্ত্রী দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। বর্তমানে বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

অগ্নিদগ্ধ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঢামেক

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর