মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতার মৃত্যু
৬ নভেম্বর ২০১৮ ০৯:৩৬ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১০:৪৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
মেহেরপুর: মেহেরপুরে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এনামুল হক এনা (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, মৃত এনা শীর্ষ মাদক বিক্রেতা ও সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ৮টি মামলা রয়েছে।
সোমবার (৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে সদর উপজেলার নিশ্চিন্তপুর বটতলা মোড়ে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে।
মৃত এনামুল হক এনা সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত তোয়াজ আলীর ছেলে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৬৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, রাত আড়াইটার দিকে গোপন খবর আসে সদর উপজেলার নিশ্চিন্তপুর বটতলা মোড়ে একদল মাদক বিক্রেতা অবস্থান করছে। এর ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে ডিবি পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। দুপক্ষের গুলি বিনিময়ের পর চিহ্নিত মাদক বিক্রেতা ও সন্ত্রাসী এনাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত এনার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
সারাবাংলা/এমএইচ