Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ৪ কেজি স্বর্ণ উদ্ধার


৬ নভেম্বর ২০১৮ ০০:১১

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।

সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ স্বর্ণ জব্দ করে গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. সহিদুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে, বিজি০৮৯ বিমানে করে স্বর্ণ চোরাচালান হবে। তবে কোন যাত্রীর কাছে পাওয়া যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না জানায় গোয়েন্দা দল বোর্ডিং ব্রিজসহ গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। পরে বিমান তল্লাশি করে ২৫/এ নম্বর সিট থেকে স্বর্ণের ৪০টি বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৪ কেজি ৬৫২ গ্রাম ।

ড. সহিদুর রহমান জানান, উদ্ধার করা স্বর্ণের মোট মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/ইউজে-আরএ

শাহজালাল বিমানবন্দর স্বর্ণ চোরাচালান স্বর্ণ জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর