Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ বছর পর দেশের ৮০ শতাংশ মৃত্যুর কারণ হবে অসংক্রামক রোগ


৫ নভেম্বর ২০১৮ ২১:৪৪

সংগৃহীত ও প্রতীকী ছবি

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : ২০১৬ সালে বাংলাদেশে যে পরিমাণ মানুষ মারা গেছেন তার ৭০ শতাংশের মৃত্যু হয়েছে বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে। ২০৪০ সাল নাগাদ ৮০ শতাংশ মৃত্যুর কারণ হবে এই ধরণের রোগ।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশনের একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওই ইনস্টিটিউট জানিয়েছে, ২০১৬ সালে বাংলাদেশে ২৫০টি রোগ ও বিভিন্ন ধরনের জখমে মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৭ হাজার ৮৯০ জনের, যা ২০৪০ সালে বেড়ে হবে ১১ লাখ ২৩ হাজার ৪৫০ জন। অর্থ্যাৎ মৃত্যু বাড়বে ৩২ শতাংশ।

একইসঙ্গে বিশ্বজুড়ে রোগের ধরনে পরিবর্তন দেখা দিচ্ছে জানিয়ে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রামক রোগে আক্রান্ত ও মৃত্যু কমে আসছে। তবে অসংক্রামক রোগ যেমন ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের প্রকোপ বাড়বে, সেই সঙ্গে বাড়বে এসব রোগে মৃত্যুর সংখ্যাও।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশনের গবেষকরা ৩৮ ধরনের ক্যন্সারের কথাও জানিয়েছেন। গবেষণা অনুযায়ী, এই ৩৮ ধরনের ক্যান্সারে বাংলাদেশে ২০১৬ সালে মোট ৮৯ হাজার ১০ জনের মৃত্যু হয়েছে, যা ২০৪০ সালে গিয়ে হবে এক লাখ ৬৮ হাজার ৮৪০ জনে। অর্থ্যাৎ ক্যান্সারে মৃত্যু বাড়বে ৯০ শতাংশ।

গতমাসে বৈশ্বিক ক্যান্সার পরিস্থিতির প্রতিবেদন প্রকাশ হয়েছে জানিয়ে ইন্সটিটিউট জানায়, বছরে বাংলাদেশে প্রায় এক লাখ মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে। এছাড়া প্রতিবছর নতুন করে দেড় লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এ ছাড়াও, হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগও খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/এসএমএন

অসংক্রামক রোগ ইন্সটিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশন মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর