Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে ‘আল্লাহর দলে’র আমিরসহ গ্রেফতার ৪


৫ নভেম্বর ২০১৮ ১৯:২৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের কুড়িগ্রাম জেলা আমিরসহ চারজনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

রোববার (৪ নভেম্বর) দিবাগত রাতে কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী এলাকার পলাশবাড়ির নইমুল হকের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা বেশকিছু লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার চারজন – আল্লাহর দলের কুড়িগ্রাম জেলা আমির গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার বিপুল (২৮), রংপুরের দর্শনা এলাকার শাকিল (২১), কুড়িগ্রাম জেলার পলাশবাড়ির সুমন (২৩) ও আতাউর (২৮)।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জানান, ত্রিমোহনীর পলাশবাড়ি এলাকার নইমুলের বাড়িতে লিফলেট বিতরনের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

আল্লাহর দল কুড়িগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর