Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজাপাকসার প্রধানমন্ত্রিত্ব মানবেন না শ্রীলংকার স্পিকার


৫ নভেম্বর ২০১৮ ২১:৩৫ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ০০:১৫

।। আন্তর্জাতিক ডেস্ক।।

শ্রীলংকার স্পিকার কারু জয়সুরিয়া জানিয়েছেন, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করা পর্যন্ত তিনি মাহিন্দা রাজাপাকসাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবেন না। দুই সপ্তাহেরও কম সময় আগে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই একের পর এক প্রত্যাখ্যাত হচ্ছেন রাজাপাকসা। এবার প্রত্যাখ্যানকারীদের তালিকায় যোগ দিলেন দেশটির পার্লামেন্টের স্পিকারও। খবর আল জাজিরার।

বিজ্ঞাপন

সোমবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে জয়সুরিয়া বলেন, পার্লামেন্টের বেশিরভাগ সদস্যের দৃষ্টিভঙ্গি হচ্ছে, যে পরিবর্তন আনা হয়েছে তা অসাংবিধানিক ও প্রচলিত রীতির বিরোধী।

‘পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য আমাকে অনুরোধ করেছেন আগের অবস্থা মেনে চলতে। যতদিন না নতুন দল তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে, ততদিন আমি পরিবর্তনের আগের স্থিতাবস্থাই মেনে চলব,’ বলেন স্পিকার।

প্রসঙ্গত, ২৬ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করে তার জায়গায় রাজাপাকসাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। কিন্তু নিয়োগ পাওয়ার পর থেকেই বিক্রমসিংহের সঙ্গে ক্ষমতার লড়াইয়ে হারছেন নতুন প্রধানমন্ত্রী। তার নিয়োগ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। দেশটির সংখ্যালঘু তামিল দলগুলোর একটি জোট জানিয়েছে, পার্লামেন্টে অনাস্থা ভোট হলে তারা বিক্রমসিংহের পক্ষে ভোট দেবে।

বরখাস্ত হওয়ার পর থেকেই পার্লামেন্টে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবি জানিয়ে আসছেন বিক্রমসিংহ। এখন পর্যন্ত এ দাবিতে সাড়া দেননি প্রেসিডেন্ট সিরিসেনা। তবে রোববার (৪ নভেম্বর) ব্যাপক চাপের মুখে গত মাসে বন্ধ করে দেওয়া পার্লামেন্ট ১০ দিনের মধ্যে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে, শ্রীলংকা রাজনৈতিক অস্থিরতার প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও পড়েছে। দেশটিতে গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তার জের ধরে উন্নয়নমূলক সহায়তা বন্ধ করে দিয়েছে জাপান। ইউরোপিয়ান ইউনিয়ন(ইইউ) সতর্ক করে বলেছে, চলমান রাজনৈতিক সংকটের সমাধান না হলে, এর সদস্য দেশগুলোতে শ্রীলংকার শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা বাতিল করে দেওয়া হবে।

আরও পড়ুন-

রাজাপাকসার বিরুদ্ধে ভোটদানে প্রতিজ্ঞাবদ্ধ তামিলরা

সারাবাংলা/আরএ

রাজনৈতিক সংকট রাজাপাকসা শ্রীলংকা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর