Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধামরাই থেকে ৮ নকল ডিবি পুলিশ গ্রেফতার


৫ নভেম্বর ২০১৮ ১৭:২০

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

ধামরাই : গোয়েন্দা পুলিশ বা ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় ধামরাইয়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে।

৫ নভেম্বর ভোর রাতে ধামরাইয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডিবির দুইটি পোশাক, একটি ওয়াকিটকি, একজোড়া হাতকড়া, একটি খেলনা পিস্তল, চার হাজার ৭০০ টাকা, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-বরগুনা জেলার সদর থানার জসিম মিয়া (৩২), কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া থানার আশরাফুল ইসলাম (৩৭), সাতক্ষীরা জেলার সদর থানার আলমগীর হোসেন (২৭), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার আলমগীর শেখ (৩৫), পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দেলোয়ার হোসেন (৪৫), ঝালকাঠি জেলার নলছিটি থানার মাসুম খাঁন (৩৬), জামালপুর জেলার বকশিগঞ্জ থানার রফিকুল ইসলাম (৩৬) এবং কুমিল্লা জেলা দেবীদ্বার থানার মোস্তাফা মিয়া (৪৪)।

সোমবার দুপুরে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাঈদুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, ভোর রাতে ধামরাইয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ও মহাসড়কে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করত। এছাড়া কয়েকদিন আগে ধামরাইয়ের কেলিয়া এলাকায় এক ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাত পা ও মুখ বেঁধে তিন লাখ ২৫ হাজার টাকা লুট করে। এদের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করা হয়েছে বলে জানান সাঈদুর রহমান। এছাগা দেশের বিভিন্ন থানায় এই আটজনের নামে একাধিক মামলা আছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

গ্রেফতার নকল ডিবি