সমাবেশের অনুমতি পেল ঐক্যফ্রন্ট
৫ নভেম্বর ২০১৮ ১৩:২৭ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৮:৩৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর ২টায় এ সমাবেশ হবে।
সোমবার (৫ নভেম্বর) বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যান সমাবেশের অনুমতির বিষয় নিয়ে কথা বলতে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া ও এ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।
সমাবেশের অনুমতি পেয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘ডিএমপি কমিশনার মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি দিয়েছেন। আমারা এখন সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করতে যাচ্ছি।’
সারাবাংলা/এজেড/একে