রাজধানীতে ভুয়া ৭ র্যাব সদস্য গ্রেফতার
৫ নভেম্বর ২০১৮ ১০:০৭ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১০:১৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: র্যাব পরিচয়ে অপহরণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সংঘবদ্ধ অপরাধী চক্রের মূল হোতাসহ ৭ সক্রিয় সদস্যকে রাজধানীর কাউলা থেকে গ্রেফতার করেছে র্যাব-১।
রোববার (৪ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান অস্ত্র, গুলি, র্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, ওয়াকিটকিসহ র্যাব স্টিকারযুক্ত মাইক্রোবাস জব্দ করা হয়। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন র্যাব-১ এর সেকেন্ড ইন কমান্ডার (টুআইসি) মেজর মো. রাকিবুজ্জামান।
তিনি বলেন, ‘গ্রেফতারকৃতরা র্যাব পরিচয় দিয়ে অপহরণ এবং পরে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধীমূলক কাজ করতো। এসবের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।’ তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
তবে গ্রেফতারকৃতদের এখনও নাম-পরিচয় বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে আজ সকাল ১১টায় কাওরানবাজারে অবস্থিত র্যাবের মিডিয়া শাখায় ব্রিফিং করা হবে।
সারাবাংলা/এসএইচ/এমও