Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন বণ্টন শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়েছে ১৪ দল


৪ নভেম্বর ২০১৮ ২৩:৫৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী জাতীয় নির্বাচনে ১৪ দল জোটগতভাবেই নির্বাচনে অংশ নেবে। আর এই নির্বাচনে আসন বণ্টনের বিষয়টি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপরই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

রোববার (৪ নভেম্বর) ১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ শেষে গণভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তিনি আবারও জোর দিয়ে বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। সংবিধানের বাইরে একচুলও পেছনে যাওয়া যাবে না। অনেক রক্তে রঞ্জিত আমাদের সংবিধান। এ প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।

১৪ দলের মধ্যে আগামী নির্বাচনে আসন বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে মোহাম্মদ নাসিম বলেন, এ বিষয়ে কথা হয়েছে। তবে ১৪ দলের নেতারা এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিয়েছেন। তবে তিনি একটি কথা স্পষ্টভাবে বলেছেন, নির্বাচন জোটগতভাবেই হবে। আমরা জোটগতভাবেই নির্বাচন করব। আমরা বলেছি, আপনি (শেখ হাসিনা) যেভাবে সিদ্ধান্ত দেবেন, সেভাবেই সিদ্ধান্ত মেনে নেব।

মোহাম্মদ নাসিম আরও বলেন, আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে এবং অংশগ্রহণমূলক হবে। শেখ হাসিনা যে সংলাপের উদ্যোগ নিয়েছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। সে বিষয়ে আমরা তাকে পূর্ণ সমর্থন জানিয়েছি।

এদিকে, সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আমরা একসঙ্গে অঙ্গীকার করেছি, আমরা একসঙ্গে যেকোনো পরিস্থিতিতে লড়াই করব। নির্বাচনের লড়াইও করব। আর যদি কোনো ধরনের অশুভ শক্তি ষড়যন্ত্র করে নির্বাচনকে ভণ্ডুল করে দিতে চায়, আমরা একসঙ্গে লড়াই করে তাদের প্রতিরোধ করব।

বিজ্ঞাপন

আসন বণ্টনের বিষয়ে জানতে চাইলে তিনিও ১৪ দলের মুখপাত্রের কথারই পুনরাবৃত্তি করেন। কাদের বলেন, নেত্রী (শেখ হাসিনা) একটি কথা অত্যন্ত পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আমরা নির্বাচনে লড়াই করব জেতার জন্য। আমাদের প্রতিপক্ষকে আমরা দুর্বল ভাবব না। নির্বাচনী লড়াই কঠিন লড়াই। আমাদের প্রার্থী জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য, সেটা ভেবে দেখতে হবে এবং উইনেবল প্রার্থী যদি আপনাদের (১৪ দল) থাকে, তাহলে অবশ্যই মনোনয়ন দেওয়া হবে। আমাদেরও (আওয়ামী লীগ) উইনেবল ও গ্রহণযোগ্য প্রার্থী আছেন, তারাই মনোনয়ন পাবেন।

এর আগে, রোববার রাত সোয়া ৮টার দিকে গণভবনে শুরু হয় আওয়ামী লীগ ও ১৪ দলের সংলাপ। রাত সোয়া ১০টায় এই সংলাপ শেষ হয়। সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, গত ১০ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের উন্নয়নে কাজ করেছে। পাশাপাশি এই সময়ে অনুষ্ঠিত সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। এসব ভোটে বিএনপির প্রার্থীরাও জয়লাভ করেছেন।

শেখ হাসিনা আরও বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোট নিরপেক্ষ হবে, এতে কোনো সংশয় নেই। জনগণ যাকে ভোট দেবে, তারাই সরকার গঠন করবে। তবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার কাছে তিনি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সারাবাংলা/এনআর/টিআর

১৪ দল আওয়ামী লীগ সংলাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর