Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীন সাগরে ২ বাংলাদেশিসহ ৩২ নাবিক নিখোঁজ


৭ জানুয়ারি ২০১৮ ১২:০৭ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪৪

সারাবাংলা ডেস্ক

চীনের পূর্ব সাগরে তেলবাহী জাহাজ ও মালবাহী বাল্ক ফাইটারের সংঘর্ষের ঘটনায় দুই বাংলাদেশিসহ ৩২ নাবিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়া বাকি ৩০ নাবিক ইরানের নাগরিক। চীনের যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।

শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইয়াংথেজ নদীর মোহনার ২৯৬ কিলোমিটার পূর্বে পানামার তেলবাহী জাহাজ এবং হংকংয়ের মালবাহী বাল্কের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই তেলবাহী জাহাজটিতে আগুন লেগে যায়।

নিখোঁজ নাবিকেরা তেলবাহী জাহাজ সানচিতে কর্তব্যরত ছিলেন। এছাড়া বাল্কে থাকা ২১ জনকে উদ্ধার করা হয়েছে।

চীনের সমুদ্র কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার অভিযানের জন্য আটটি জাহাজ পাঠিয়েছে। এছাড়াও কোস্ট গার্ডের উদ্ধারকারী জাহাজও অভিযানে সাহায্য করছে।

সারাবাংলা/একে/এমএ/একে

চীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর