Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিসরে নিরাপত্তাবাহিনীর অভিযানে ১৯ জঙ্গি নিহত


৪ নভেম্বর ২০১৮ ১৯:৪৫

।। আন্তর্জাতিক ডেস্ক।।

মিসরে নিরাপত্তাবাহিনীর চালানো অভিযানে অন্তত ১৯ জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) মিসরের খ্রিস্টান তীর্থযাত্রীদের তিনটি বাসে জঙ্গিদের চালানো হামলার পর এই অভিযান চালানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মিনইয়া প্রদেশের পশ্চিমে পাহাড়ি অঞ্চলে এক বন্দুকযুদ্ধে ১৯ জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তাবাহিনী। তবেকখন এই বন্দুকযুদ্ধ সংঘটিত হয়েছে বা নিরাপত্তাবাহিনীর কেউ হতাহত হয়েছে কি-না সে বিষয়ে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, শুক্রবার মিসরে খ্রিস্টান তীর্থযাত্রীদের তিনটি বাসে জঙ্গি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, নিরাপত্তাবাহিনী জঙ্গিদের আস্তানার খোঁজ পাওয়ার পর থেকে তারা পালানোর চেষ্টা করে। তখন পুরো অঞ্চলটি ঘেরাও করে অভিযান চালানো হয়। তখন সন্ত্রাসীরা নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। ফলস্বরূপ নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালালে জঙ্গিরা নিহত হয়।

আরও পড়ুন- মিসরে তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলায় নিহত ৮

সারাবাংলা/ আরএ

জঙ্গি বাস হামলা মিসর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর