Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসটিআই’র নতুন মহাপরিচালক শামসুল আরেফীন


৪ নভেম্বর ২০১৮ ১৮:২১

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শামসুল আরেফীন।

রোববার (৪ নভেম্বর) বিএসটিআইতে তিনি নতুন মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব নিয়েছেন। বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, শামসুল আরেফীন বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের মেধাবী ছাত্র এ কে এম শামসুল আরেফীন ১৯৮৬ সালে রেগুলার ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ১৯৮৯ সালে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। চাকরি জীবনে তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জর্ডান, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশ সফর এবং বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। ২০১৭ সালে অতিরিক্ত সচিব হিসেবে তার পদোন্নতি হয়।

১৯৬১ সালে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে এবং এক পুত্র সন্তানের জনক। তার স্ত্রী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

সারাবাংলা/ইএইচটি/এমও

চেয়ারম্যান বিএসটিআই

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর