Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল ভাইয়ের


৪ নভেম্বর ২০১৮ ০৯:৪৮ | আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ১২:২১

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর শ্যামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার ভাই-পাভেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে  উত্ত্যক্তকারি করে দুই যুবক। পরে গুরুতর আহত শেখ ইসলাম পাবেলকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর সকাল ৯ টায় মারা যান তিনি।

শনিবার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে পশ্চিম জুরাইন মাজারগেট এলাকায় ঘটনাটি  ঘটে।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সারাবাংলাকে জানান,

বোনকে উত্ত্যক্ত করত একই এলাকার তুহিন ও শাহিন। শনিবার এই  ঘটনার প্রতিবাদ করায় ওই দুইজন মিলে পাবেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  আহত পাভেলকে রাত পৌনে একটার দিকে কে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে ইনটেনসিভ কেয়ার ইউনিট ( আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাভেল।

উত্ত্যক্তকারি দুই যুবকে আটকের চেষ্টা করছে পুলিশ।

পাবেলকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু বিলাল হোসেন জানান, জুরাইন মাজারগেট এলাকায় নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় তুহিন-শাহিন নামে দুই যুবক পাভেলের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  পাভেল পটুয়াখালী বাউফল উপজেলার কেশবপুর গ্রামের মনির হোসেনের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে পশ্চিম জুরাইন  এলাকায় থাকেন।

সারাবাংলা/এসএসআর/এমএইচ/এসএমএন

উত্ত্যক্ত করার প্রতিবাদ ছুরিকাঘাত ঢামেক মুমূর্ষু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর