কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
৪ নভেম্বর ২০১৮ ০৮:৪৫ | আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ০৯:০৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
মাদারীপুর: ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
রোববার (৪ নভেম্বর) ভোর থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ভোরে ঘাট থেকে ছেড়ে যাওয়া কয়েকটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়েছে।
এ দিকে শিমুলিয়া ঘাটে যানবাহন বোঝাই করা চারটি ও কাওরাকান্দি ঘাট থেকে তিনটি ফেরি ছাড়ার অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ভোরে কুয়াশা বেড়ে গেলে পদ্মার দিকনির্দেশনামূলক বাতিগুলো অস্পষ্ট হয়ে আসে। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান এই কর্মকর্তা।
সারাবাংলা/এমএইচ