Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ইস্যুতে ২ দিনের সফরে ঢাকায় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী


৩ নভেম্বর ২০১৮ ২১:৩৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে দুই দিনের বাংলাদেশ সফরে শনিবার (৩ নভেম্বর) ঢাকায় এসেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। আগামীকাল রবিবার (৪ নভেম্বর) তিনি কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবির সফর করবেন।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় ১৮তম আইওআরএ (ভারত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর জোট) এর মন্ত্রীদের কাউন্সিল বৈঠক শেষে দুই দিনের সফরে শনিবার (৩ নভেম্বর) বাংলাদেশ সফরে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।

সফরে পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষ দিন রবিবার (৪ নভেম্বর) তিনি কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবির সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, শনিবার (৩ নভেম্বর) রাতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের উদ্দেশে নৈশভোজের আয়োজন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নৈশভোজের আগে দুই মন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ইস্যুতে গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের বাংলাদেশ সফরের কথা ছিল। তখন তার ইচ্ছা ছিল কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবির সফর শেষে টেকনাফের সীমান্ত দিয়ে রাখাইন সফরের। কিন্তু ওই সময় মিয়ানমার সরকার পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানকে রাখাইন সফরের অনুমতি না দেওয়ায় সফরটি বাতিল হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/এমও

রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর