সংলাপে বসতে প্রধানমন্ত্রীকে রোববার ফের চিঠি দেবে ঐক্যফ্রন্ট
৩ নভেম্বর ২০১৮ ২১:০৮ | আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ২২:০৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: প্রথম দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে ‘কাঙিক্ষত সফলতা’ না আসায় ফের সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এ লক্ষ্যে রোববার প্রধানমন্ত্রীকে ফের চিঠি পাঠাবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
এছাড়া আগামী ৬ নভেম্বর (মঙ্গলবার) রাজধানী ঢাকায় ও ৯ তারিখ (শুক্রবার) বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত জানিয়েছে জোটটি।
এর আগে শনিবার সন্ধ্যায় ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। মতিঝিলের ওই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্ট নেতারা বৈঠকে বসেছেন।
বৈঠকের এক পর্যায়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এ সব সিদ্ধান্তের কথা জানান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেন, ‘আবারো সংলাপে বসার জন্য আগামীকাল প্রধানমন্ত্রীকে ফের চিঠি পাঠানো হবে।’
বৈঠক সূত্র জানায়, নিরপেক্ষ সরকারের পরিবেশ সৃষ্টি করতে পারলে জাতীয় ঐক্যফ্রন্টও নির্বাচনে যাবে। তাতে শেখ হাসিনাও যদি প্রধান থেকে নিরপেক্ষ সরকারের পরিস্থিতি সৃষ্টি করতে পারেন তাতে ঐক্যফ্রন্টও নির্বাচনে যাবে।
এছাড়া খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনার ভিত্তিতে প্যারোলে মুক্তি পাওয়া অথবা তার নিজ বাসাতে সাব জেল করে রাখতে পারার বিষয়ে আলোচনা হয়ছে।
সূত্র আরও জানায়, আগামী ৬ তারিখে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বড় কর্মসূচি ঘোষণা করা হবে। তবে অবরোধ বা মানবপ্রাচীর তৈরির মতো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা পরবর্তীতে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হতে পারে।
এদিকে বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ড. কামাল হোসেন সারাবাংলাকে বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি প্যারোলে মুক্তি পেতে পারেন। তবে তা একটু ডিফিকাল্ট।’
এছাড়া সংলাপ বিষয়ে তিনি বলেন, ‘নাড়া যখন দিয়েছি, তখন একটা কিছু হবে। আমি আশাবাদী, আশাহত না। এইজন্যই নেমেছি।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, মহাসচিব তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
গত ১ নভেম্বর সাত দফা দাবি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সংলাপে বসেন ঐক্যফ্রন্টের ২০ নেতা। সংলাপ শেষ না হওয়ায় আবার প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চায় জোটটি।
এদিকে নির্বাচনের তফসিল পেছানোর দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট। তফসিল পেছানোর দাবিতে শনিবার বিকেলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
তবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।
সারাবাংলা/এএইচএইচ/এমও/একে