Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পকে কোণঠাসা করতে চায় ডেমোক্রেটরা


৩ নভেম্বর ২০১৮ ১৯:৫৮

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা: আর মাত্র তিনদিন। প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পূর্তি হওয়ায় আগামী ৬ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে নিম্ন কক্ষের সবগুলো আসন ও উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বর্তমানে প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয়কক্ষের নিয়ন্ত্রণ রয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকাদের হাতে। মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ট্রাম্পকে কোণঠাসা করতে চায় বিরোধী শিবির ডেমোক্রেটরা।

ডেমোক্রেট নেতাদের আশাবাদ যদি দুটি হাউসের অথবা কমপক্ষে একটির নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার প্রভাব অনেকটাই কমে যাবে। কারণ প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্র পরিচালনায় বড় সিদ্ধান্ত কোনো নিতে গেলে এ দুটি কক্ষের অনুমোদন প্রয়োজন হয়।

বর্তমানে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের আসন আছে ১৯৫টি। আর রিপাবলিকানদের আসন আছে ২৪০টি। এক্ষেত্রে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ আসন ২১৮ পেতে হলে ডেমোক্রেটদেরকে পেতে হবে আরো ২৩ আসন। এবারের মধ্যবর্তী নির্বাচনে কাঙ্ক্ষিত আসনগুলো পেতে তোড়জোর শুরু করেছে ডেমোক্রেটরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা যাচাই করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি আগামী প্রেসিডেন্ট নির্বাচনের বাতাস কোনদিকে যাচ্ছে সেটা সম্পর্কেও একটা সম্যক ধারণা মিলবে।

যদি সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব ট্রাম্পের বিরোধী শিবির ডেমোক্রেটদের হাতে যায় তাহলে একচ্ছত্র আধিপত্যের অংশীজন ডোনাল্ড ট্রাম্প অনেকটা কোণঠাসা হয়ে পড়বেন। বিরোধীদের দাবির মুখে পারিবারিক ব্যবসা, আয়কর বিবরণী, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাষ্ট্র রাশিয়ার সঙ্গে যোগাযোগ নিয়ে যে গুঞ্জন সেটা নিয়েও তোপের মুখে পড়বেন ট্রাম্প।

বিজ্ঞাপন

তবে ট্রাম্পশিবিরের আশাবাদ, ডেমোক্রেটদের স্বপ্ন ধূলোয় মিশবে। ট্রাম্পকে চাপে রাখার যে আশা ডেমোক্রেটরা দেখছে তা হালে পানি পাবে না।

প্রেসিডেন্ট ট্রাম্পের আশাবাদ, সবকিছুই আগের মতোই থাকবে। কারণ তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। নিম্নকক্ষ ও উচ্চকক্ষ সব জায়গাতেই ট্রাম্পের দলের জয়জয়কার শোনা যাবে।

সারাবাংলা/একে

ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর