Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাওয়ার ছবি ফেসবুকে দিয়েছে, এ সরকার ছোটলোক: মান্না


৩ নভেম্বর ২০১৮ ১৪:৫৭ | আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ১৫:২২

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: গণভবনে ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ উপলক্ষে ডিনারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সরকার ‘ছোটলোকি’ করে এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে বলে মন্তব্য তার।

জাতীয় প্রেস ক্লাবে শনিবার (৩ নভেম্বর) দুপুরে মাটির ডাক সংগঠন আয়োজিত আলোচনা সভায় মান্না এ কথা বলেন।

তিনি বলেন, ‘অদ্ভুত বিষয়, আমরা গণভবনে সংলাপ করছি, সেখানে কোনো সাংবাদিক ছিল না। কিন্তু খাওয়ার ছবি বের হলো কী করে? কোনো ছবি বাইরে যাওয়ার কথা না। ফেসবুকে ছবি গেল কী করে?’

মান্না মন্তব্য করে বলেন, ‘এ সরকার ছোটলোক। ওদের মতলবই খারাপ। এটা একটা মতলবি সরকার। সংলাপ বিভ্রান্ত করার জন্য এসব করছে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘পানি খাওয়াবে, চা খাওয়াবে, স্ন্যাক্স খাওয়াবে কে মানা করছে? কিন্তু তারা স্ন্যাক্সের সঙ্গে স্যুপের ছবি দিয়ে ছড়িয়ে দিয়ে কী বোঝাতে চাইছে? এই নেতারা জীবনে খায়নি, খেতে গিয়েছিল গণভবনে? সরকারটা একটা ছোটলোকের সরকার। না হলে এগুলো করতে পারে না।’

সংগঠনের সভাপতি তাসনিম রানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি (বিএফইউজে) শওকত মাহমুদসহ অন্যরা।

মওলানা ভাসানীর খাওয়ার ছবি বাইরে প্রকাশ করা হয়েছিল উল্লেখ করে মান্না বলেন, ‘আপনাদের মনে আছে? একবার মাওলানা ভাসানী গিয়েছিলেন, তাকে খাইয়ে দাইয়ে ছবি বাইরে দেখিয়েছেন। কীরকম ন্যাক্কারজনক অবস্থা।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘সংলাপ কোনো উৎসব নয়। কিন্তু আমরা তো এই কথা বলিনি যে, তার বাসায় জলপানও করব না। এ রকম সম্পর্ক আমরা কখনও চাই না। পানি খাওয়াবে, চা খাওয়াবে, স্ন্যাক্স খাওয়াবে, কে মানা করছে? কিন্তু তারা স্ন্যাক্স, সঙ্গে স্যুপের ছবি দিয়ে ছড়িয়ে দিল কী বোঝাতে?’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

আরও পড়ুন

কাবাব-কোপ্তা-কেক-কোকসহ ১৭ পদে আপ্যায়ন

সংলাপে কী মেন্যু পছন্দ? জেনে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর!

আলোচনা সভা জাতীয় প্রেসক্লাব নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর