Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. কামালের কাছে উত্তর চেয়েছেন তথ্যমন্ত্রী


৩ নভেম্বর ২০১৮ ১৮:১৫

।। ডিসট্রিক্ট করসেপন্ডন্টে।।

কুষ্টিয়া: জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের ‘নিরপেক্ষ সরকার’ প্রস্তাব প্রসঙ্গে বেশ কিছু প্রশ্ন ছুঁড়ে উত্তর জানতে চেয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার (৩ নভেম্বর) কুষ্টিয়ার ভেড়ামারায় জেল হত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব প্রশ্ন উত্থাপন করেন।

তিনি বলেন, নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তি খুঁজে বের করার প্রক্রিয়া কী এবং সংবিধানের কোন জায়গায় নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর বিধান আছে?

হাসানুল হক ইনু আরও বলেন, সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার নিয়ম কি আইনের শাসন এবং গণতন্ত্রের সঙ্গে যায়? নল যার হাতে তার কাছে কি বিচারিক ক্ষমতা দেয়া যায়? এই প্রশ্নগুলো আমি ড. কামাল হোসেনের কাছে উত্থাপন করছি। আশা করি সদুত্তরের মধ্য দিয়ে অনেক বিভ্রান্তি দূর হবে এবং ঘটনা পরিষ্কার হবে।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এই মুহূর্তে আইনগতভাবে ও সাংবিধানিকভাবে নিবন্ধিত কোন দলের নির্বাচনে অংশ গ্রহণে বাধা নাই। সুতরাং জাতীয় নির্বাচন ব্যর্থ হবে এটা আমি মনে করিনা।

উল্লেখ্য, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমরা নির্বাচনে যাব’ ঐক্যফন্টের নেতা ড. কামাল হোসেন সম্প্রতি এমন মন্তব্য করেছেন। তার জবাবেই এসব প্রশ্ন উত্থাপন করেন তথ্যমন্ত্রী।

এ সময় অনুষ্ঠানে জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীমসহ স্থানীয় জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ আরএ/এনএইচ

আরও পড়ুন: ড. কামাল খুনিদের সঙ্গে ঐক্য করছেন : তথ্যমন্ত্রী

জেলহত্যা দিবস ড. কামাল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর