Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিসরে তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলায় নিহত ৮


৩ নভেম্বর ২০১৮ ১১:২৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মিসরে খ্রিস্টান তীর্থযাত্রীদের তিনটি বাসে জঙ্গি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। শুক্রবার (২ নভেম্বর) মিনইয়া শহরের নিকটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর দ্য ওয়াশিংটন পোস্ট।

আইএস সংশ্লিষ্ট স্থানীয় একটি জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

তীর্থযাত্রীরা মিনইয়ার একটি আশ্রম থেকে কাইরোর দক্ষিণাঞ্চলের একটি আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে তাদের তিনটি বাসে হামলা চালায় জঙ্গিরা।

কপ্টিক অর্থডক্স গীর্জার প্রকাশিত এক তালিকা অনুসারে, হামলায় নিহতদের মধ্যে একই পরিবারের ছয় সদস্য রয়েছেন। এছাড়া ১৫ বছরের এক কিশোর ও ১২ বছরের এক বালিকাও রয়েছেন।

এক বিবৃতিতে জঙ্গিরা জানায়, মিসরীয় কর্তৃপক্ষ তাদের ‘সতী বোনদের’ আটক করে রেখেছে। এই হামলা তার প্রতিশোধ।

সারাবাংলা/ আরএ/এনএইচ

আরও পড়ুন: ফ্লোরিডায় বন্দুকধারীর হামলা, নিহত ২

জঙ্গি বাস হামলা মিসর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর