Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি


২ নভেম্বর ২০১৮ ১৮:৫৫ | আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১৯:৫০

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতাকারী রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশসহ রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সংগঠনের নেতারা।

আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘গৌরব-৭১’ এ সমাবেশের আয়োজন করে।

সম্মিলিত সাংস্কৃকিত জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ১৯৪৭ সাল থেকে প্রতিটি আন্দোলনে জামায়াত এদেশের বিরোধীতা করেছে। আজ পর্যন্ত তাদের সেই দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই। তাই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ব্যক্তিকে তার অপরাধের জন্য দণ্ড দিয়ে সাজা দেওয়া যায়, কিন্তু সংগঠনকে দণ্ড দেওয়া যায় না। সংগঠনকে দণ্ড দিতে হলে অবশ্যই সেই সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

ড. কামালকে উদ্দেশ্যে করে গোলাম কুদ্দুছ বলেন, আপনি ১৯৭২ সংবিধানের অন্যতম প্রণেতা। আর সেই সংবিধানে লেখা আছে বাঙালি জাতীয়তাবাদের কথা। তাহলে আপনি এখন কেন বাংলাদেশি জাতীয়তাবাদীদের সাথে ঐক্য করলেন?

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু বলেন, যারা বাংলাদেশ চায় নাই, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তাদের পরিবারের ভোটাধিকারও নিষিদ্ধ করতে হবে। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী রাজাকারদের বাড়িগুলোতে আলাদা রং দেওয়া উচিত। যাতে সাধারণ মানুষ সেই রং দেখে তাদের দিকে ঘৃণার চোখে তাকায়।

আওয়ামী যুব মহিলা লীগের সহসভাপতি কুহেলী কুদ্দুছ মুক্তি বলেন, ১৯৭১ সালে যারা ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, দুই লাখ মা-বোনদের নির্যাতন করেছে তাদেরকে কেন স্বাধীনদেশে নাগরিক সুযোগ –সুবিধা দেবে? তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন

গৌরব-৭১-এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন বলেন, আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে রাজাকারের তালিকা প্রকাশ, তাদের নাগরিক সুবিধা সংকুচিতসহ তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে কোনো রাজাকার প্রার্থী আসলে রাজপথে তাদের প্রতিহত করাও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে গৌরব-৭১-এর সভাপতি এস এম মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী মনোরঞ্জন ঘোষাল, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্যাহ, গৌরব-৭১ এর উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য সানজিদা খানম এমপি, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদারসহ অনেকে।

সারাবাংলা/কেকে/এমআই

গৌরব-৭১ জামায়াত-শিবির

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর