Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শুরুটা ভালো হয়েছে, চাইলে আরও আলোচনা হতে পারে’


২ নভেম্বর ২০১৮ ১৭:০১ | আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১৭:২৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মুন্সীগঞ্জ: সংলাপে ঐক্যফ্রন্টের সাত দফা দাবির মধ্যে তিনটি নিয়ে আওয়ামী লীগের কোনো বাধা বা আপত্তি নেই ও থাকবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সংলাপ নিয়ে আমরা আশাবাদী। অপজিশন কিভাবে রিয়েক্ট করে, সেটা তাদের ব্যাপার। আমি তো মনে করি না এখানে ব্যর্থতার কিছু আছে। শুরুটা ভালো হয়েছে। তারা চাইলে ছোট পরিসরে আরও আলোচনা হতে পারে। তারা বসতে চাইলে জানাতে পারেন। প্রধানমন্ত্রী বলছেন, তার দরজা সবসময় খোলা।

শুক্রবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে শ্রীনগরের দোগাছি এলাকায় ভিজিটরস সেন্টার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘ দিনের দূরত্ব ছিল। এত দীর্ঘ দূরত্ব তো রাতারাতি দূর করা সম্ভব না। সব বিষয়ে সমাধানও একদিনে করা সম্ভব না। তবে গতকাল কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিএনপি নেতাকর্মীদের যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মামলা আছে, ক্রিমিনাল অফেন্স ছাড়া শুধু রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে তাদের আমার কাছে তালিকা পাঠাতে বলেছি। এই তালিকা অনুযায়ী সুষ্ঠু তদন্ত করা হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, সংলাপে কেউ কেউ দুই-তিন বারও বক্তব্য রেখেছেন। ভালো আলোচনা হয়েছে। তারা চাইলে আবারও আলোচনা হতে পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দূরত্বটা বহু দিনের। টানাপড়েনের ক্ষেত্রে ২১ আগস্ট, ১৫ আগস্ট তো আছেই। এগুলো খুব সেনসিটিভ ইস্যু। তারপর কোকোর মৃত্যুর পর খালেদা জিয়াকে সান্ত্বনা জানাতে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপর অপমানিত হয়ে দরজার বাইরে থেকে ফিরে এলেন। তারপরও আমরা কম্প্রোমাইজ করেছি। পলিটিক্স শুড বি কম্প্রোমাইজড, অ্যাডজাস্টেড।

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বলেন, একজন প্রধানমন্ত্রী বিরোধী দলের সঙ্গে সংলাপে বসছেন, বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন। আমরা ভাবতে পারিনি তাদের সংলাপে সাড়া দেওয়া হবে। আমাদের মধ্যে ভিন্নমত ছিল বিএনপির ব্যাপারে, থাকাটাও খুব স্বাভাবিক। তারপরও আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি। তিনি নিজের অপমান, জীবননাশের প্রচেষ্টা— সব ভুলে জাতীয় স্বার্থ ও গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে সংলাপে রাজি হলেন। আমরাও সংলাপ করলাম।

এসময় মন্ত্রীর সঙ্গে সেতু মন্ত্রণালয়ের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ব্রি. জেনারেল মাসুদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

ওবায়দুল কাদের সংলাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর