খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ কর্মীর মৃত্যু
২ নভেম্বর ২০১৮ ১২:১৯ | আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১২:২৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
খাগড়াছড়ি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির দিঘীনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর দুইগ্রুপের গোলাগুলিতে সুমন্ত বিকাশ চাকমা নামে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ নভেম্বর) ভোরে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের নলিনী কুমার কার্বারিপাড়ায় এ ঘটনা ঘটেছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিকের কেন্দ্রীয় অর্থ সম্পাদক তমিজ চাকমা জানান, শুক্রবার ভোরে সুমন্ত চাকমা নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।
দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম দে, ভোরে দুর্গম বড়াদম এলাকায় ইউপিডিএফ (প্রসিত) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। আহত বা আরও নিহত আছে কিনা তা ঘটনাস্থলে যাওয়ার পর জানা যাবে।
সারাবাংলা/এমএইচ/জেএএম