কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতার মৃত্যু
২ নভেম্বর ২০১৮ ১০:০৫ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৫৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে দুই গ্রুপের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে দুই জনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, মৃত দুজন মাদক বিক্রেতা। ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র, ২০ রাউন্ড গুলি ও ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।
শুক্রবার (০২ নভেম্বর) ভোরে উপজেলার সাবরাংয়ের খোরেরমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
ওসি প্রদীপ কুমার জানান, শুক্রবার ভোরে দুই দল মাদক বিক্রেতার বন্দুকযুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে গিয়ে হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়ার মৃত তোফায়েল আহমদের ছেলে সাদ্দাম (৩০) ও সাবরাংয়ের সুলতান আহমদের ছেলে সাদ্দাম হোসেন এর মরদেহ পাওয়া যায়। তাদের মধ্যে ইয়াবা বিক্রির ভাগ-বাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে ৩টি অস্ত্র, ২০ রাউন্ড গুলি ও ২০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এমএইচ