‘খালেদা জিয়ার মুক্তি নিয়ে স্পষ্ট কিছু বলেননি প্রধানমন্ত্রী’
২ নভেম্বর ২০১৮ ০০:০৬ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৫৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আলোচনা হয়েছে। কিন্তু এ ব্যাপারে তিনি (প্রধানমন্ত্রী) সুনির্দিষ্ট কিছু বলেননি। তবে এ ব্যাপারে আলোচনা হতে পারে।
বেইলি রোডে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি তো আগেই বলেছি সংলাপের বিষয়ে আমরা সন্তুষ্ট নই। তবে আমাদের আলোচনা চলতে পারে।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তফসিলের বিষয়ে কথা বলেছিলাম। তফসিল যাতে সময় নিয়ে দেওয়া হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তফসিল দেওয়ার বিষয়টি সরকারের নয়। এটি নির্বাচন কমিশন দেখবে।’
ব্রিফিংয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আমরা সাত দফা কর্মসূচি দিয়েছি। মানা না মানার বিষয়টি সরকারের। তবে আমাদের দফা নিয়ে আলোচনা চলবে।’
আজকের সংলাপ থেকে জাতীয় ঐক্যফ্রন্টের অর্জন কী- এমন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সব সময় কি সব অর্জন হয় না কি? এটা ধারাবাহিকভাবে চলতে থাকে।’
গণভবনের ব্যাঙ্কুয়েট হলে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সংলাপ শুরু হয়। সাড়ে তিন ঘণ্টার আলোচনার মাধ্যমে শেষ হয় আজকের সংলাপ।
গত ২৮ অক্টোবর জাতীয় ঐক্যপ্রক্রিয়ার পক্ষ থেকে আওয়ামী লীগকে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিলে সংলাপ প্রক্রিয়া শুরু হয়। এর পরদিনই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগ সংলাপে রাজি। পরে ৩০ অক্টোবর সকালে প্রধানমন্ত্রীর চিঠি পৌঁছে দেওয়া হয় ঐক্যফ্রন্টের কাছে। তাতে বলা হয়, ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় গণভবনে অনুষ্ঠিত হবে সংলাপ।
এরপরই মঙ্গলবার (৩০ অক্টোবর) ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দলের কথা জানানো হয় আওয়ামী লীগকে।
পরে ক্ষমতাসীন দলটি জানায়, সংলাপে তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ ২৩ জন উপস্থিত থাকবেন। পরে বৃহস্পতিবার সংলাপের মাত্র আড়াই ঘণ্টা আগে ঐক্যফ্রন্ট জানায়, তাদের আরও পাঁচ জন নেতা থাকবেন এই বৈঠকে। যদিও শেষ পর্যন্ত তাদের মধ্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত হতে পারেননি।
সারাবাংলা/একে
আরও পড়ুন
সংলাপের স্বস্তিতে ইতিহাসের অস্বস্তি
সংলাপ কি ধাপ্পাবাজির? প্রশ্ন মান্নার
সন্ধ্যায় সংলাপ, সবার চোখ গণভবনে
সন্ধ্যায় সংলাপ, সবার চোখ গণভবনে
সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে ২৩ জন
এবার সংলাপের আমন্ত্রণ পেলেন এরশাদ
বিকল্পধারাও সরকারের সঙ্গে সংলাপ চায়
সারাবাংলা’য় আজকের কার্টুন: সংলাপের খাবার
অর্থবহ পরিবর্তনের জন্য সংলাপ হবে: ড. কামাল
ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে আ.লীগ: কাদের
এবার জাপার সংলাপের চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে
সংলাপে ১৬ সদস্য, নেতৃত্বে ড. কামাল, বিএনপির ৫
সংলাপে বসতে প্রধানমন্ত্রীকে এবার বিকল্পধারার চিঠি
‘সংলাপ হয় দু’চার জনে, ২১ জন নিয়ে সংলাপ হয় না’
সংলাপে বসার অহ্বান জানিয়ে আ.লীগকে ঐক্যফ্রন্টের চিঠি
সংলাপে কী মেন্যু পছন্দ? জেনে নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর!
প্রধানমন্ত্রীর চিঠি পেলেন ড. কামাল, ১ নভেম্বর গণভবনে সংলাপ
দাওয়াত পেলেন বি. চৌধুরী, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ ২ নভেম্বর
খালেদা জিয়াকে কারাগারে রেখে সংলাপ ফলপ্রসূ হবে না: বিএনপি