Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বপ্নের বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন: স্বরাষ্টমন্ত্রী


১ নভেম্বর ২০১৮ ২২:১৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে বিশ্ব প্রবাসী বাংলাদেশ ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর পরে বাংলাদেশিদের হৃদয়ে যদি কেউ স্থান করে নিতে পারে তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সোনার বাংলাদেশ। ইতিমধ্যেই বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল স্থাপন করেছেন তিনি।’ তাই তার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

এ সময় প্রবাসীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বের সব স্থানেই প্রবাসী বাঙালি রয়েছেন। প্রবাসী বাঙালিরা আমাদের বাংলাদেশের সুনাম মর্যাদাকে অক্ষুন্ন রেখে নেতৃত্ব দিচ্ছেন সর্বস্থানে।’ তাই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের আরও বেশি কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব বাংলাদেশী প্রবাসী ক্লাবের কর্মকর্তাসহ বিভিন্ন দেশে বসবাসকারী বাঙালিরা।

সারাবাংলা/এসএইচ/এমও

শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর