Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংলাপের সময় চেয়ে বাম গণতান্ত্রিক জোটের চিঠি


১ নভেম্বর ২০১৮ ২১:৪৩

।। সারাবাংলা ডেস্ক ।।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপের সময় চেয়ে চিঠি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের পক্ষে চিঠি পৌঁছে দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা রুহিন হোসেন প্রিন্স।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হকের সেই করা এই চিঠি গ্রহণ করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

আরও পড়ুন- সংলাপে আগ্রহী বামজোটও

চিঠিতে বলা হয়, সংলাপের জন্য তারিখ, সময় ও স্থান পেলে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন— বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম; বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ; বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও পলিটব্যুরো সদস্য আকবর খান; গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ও সদস্য ফিরোজ আহমেদ; বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সদস্য শুভ্রাংশু চক্রবর্তী ও আলমগীর হোসেন দুলাল; বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু ও সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার; গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোমিনুর রহমান বিশাল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রনজিৎ কুমার।

বিজ্ঞাপন

এর আগে, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বানে সাড়া দিয়ে নবগঠিত রাজনৈতিক জোটটির সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সংলাপে বসেছে আওয়ামী লীগ ও ১৪ দল। সংলাপ রয়েছে আগামীকাল শুক্রবারও (২ নভেম্বর)। এদিন সন্ধ্যায় সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে বৈঠক করবে আওয়ামী লীগ। এছাড়া, আগামী ৫ নভেম্বর দশম জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গেও আওয়ামী লীগ সংলাপে বসবে। বাসস।

আরও পড়ুন-

বিকল্পধারাও সরকারের সঙ্গে সংলাপ চায়

এবার জাপার সংলাপের চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে

সারাবাংলা/টিআর

বাম গণতান্ত্রিক জোট সংলাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর