গণভবনে নৈশভোজে লাল আটার রুটি চান বি. চৌধুরী
১ নভেম্বর ২০১৮ ২১:০৫ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:১১
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: গণভবনে সংলাপ শেষে নৈশভোজে লাল আটার রুটি খেতে চান বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
এছাড়া নৈশভোজের মেন্যুতে সাদা ভাত, ফুলকপি, শিম, আলুভাজি, যে কোনো মাছের ঝোল, মসুর ডাল রেখেছেন বি. চৌধুরী। তার পক্ষ থেকে পছন্দ করা তালিকা এরইমধ্যে গণভবনে জানানো হয়েছে।
গণভবনে শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে সংলাপ করবেন বদরুদ্দোজা চৌধুরী ও তার ১৪ প্রতিনিধি দল। সংলাপ শেষে নৈশভোজে বি. চৌধুরীকে তার পছন্দের মেন্যু দিয়ে আপ্যায়ন করানো হবে।
বিকল্প ধারার গণমাধ্যম কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার (৩১ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে প্রতিনিধি দলের তালিকা নিয়ে যান বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।
এর আগে ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে চিঠি লেখেন বি. চৌধুরী।
এই চিঠি পাওয়ার পর সংলাপের জন্য প্রধানমন্ত্রী ২ নভেম্বর দিন ঠিক করেন।
সারাবাংলা/একে