Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু ১৮ নভেম্বর


১ নভেম্বর ২০১৮ ১৫:৪৫

।। জাবি করেসপন্ডেন্ট ।।

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৮, ১৯, ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান সারাবাংলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বুধবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হয়েছে। সভায় একটি অনুষদের ডিন উপস্থিত না থাকায় সাক্ষাৎকারে কতজন ভর্তিচ্ছুকে ডাকা হবে তা নির্ধারণ করা হয়নি। তবে খুবই শিগগিরই আমরা সেটা জানিয়ে দেব। পাশাপাশি দ্রুতই বিস্তারিত সূচি প্রকাশ করা হবে।’

সাধারণত অনুষদ ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। তবে ডিন ও পরিচালকরা চাইলে অন্য কোথাও সাক্ষাৎকার নিতে পারেন।

সারাবাংলা/এমও

জাবি ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর