উদ্ধার হলো লায়ন এয়ারের বিধ্বস্ত বিমানটির ব্ল্যাকবক্স
১ নভেম্বর ২০১৮ ১৩:৩৪ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৫৭
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ইন্দোনেশিয়ার জাভা সাগরে লায়ন এয়ারওয়েজের বিধ্বস্ত বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করতে সক্ষম হয়েছেন ডুবুরিরা। বৃহস্পতিবার (১ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়। তবে বিমানের মূল কাঠামোটি এখনও খুঁজে পাওয়া যায়নি।
অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজের হেন্দ্রা নামে এক ডুবুরি জানান, সমুদ্রের তলদেশে আবর্জনার মধ্যে ব্ল্যাকবক্সটি ঢাকা পড়ে ছিলো। ডুবুরিরা সেসব খুঁড়ে সেটি উদ্ধার করেন। অন্তত বিশ হাজার ফুট সমুদ্রের গভীর থেকে ব্ল্যাকবক্সটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শোকস্তব্ধ ইন্দোনেশিয়া, চলছে বিমানের ধ্বংসাবশেষের খোঁজ
ব্ল্যাকবক্স বা ফ্লাইট রেকর্ডার উদ্ধার হওয়ার শেষ মুহূর্তে বিমানটিতে কি ঘটেছিলো তা বিস্তারিত জানা যাবে। ধারণা করা যাবে বিমানটিতে দুর্ঘটনার প্রকৃত কারণ।
সোমবার (২৯ অক্টোবর) দুইজন পাইলট ও ছয়জন কেবিনক্রুসহ ১৮৯ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারওয়েজের বোয়িং-৭৩৭ সিরিজের ম্যাক্স ৮ মডেলের একটি বিমান সাগরে বিধ্বস্ত হয়। বিমানটি উড্ডয়নের পরপরই বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলের কাছে ফেরত আসার অনুমতি চেয়েছিলেন বিমানের পাইলট। তবে অনুমতি মেলার আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে উড্ডয়নের ১৩ মিনিট পরই বিমানটি বিধ্বস্ত হয়।
বিমানটির কোন যাত্রীই বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ইন্দোনেশিয়ার সরকারি সূত্রে জানানো হয়। অনেক যাত্রীর মরদেহ সমুদ্রে ভেসে উঠে। সেসব লাশ শনাক্ত করতে জাকার্তায় নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনা, বেঁচে নেই ১৮৯ যাত্রীর কেউ
একবারে নতুন বিমানটি কেন নিয়ন্ত্রণ হারালো তা জানার চেষ্টা করছে লায়ন এয়ারওয়েজ। বিমান বিধ্বস্ত হবার পিছনে কারিগরি ক্রুটির কথা অস্বীকার করেছে তারা। বিমান সংস্থাটির কর্মকর্তারা বলছেন, বিমান উড্ডয়নের পূর্বে বিমানটিতে কিছু কারিগরি ক্রুটি থাকলেও রুটিন মাফিক কাজ হিসেবে তা ঠিক করা হয়। তবে এ ঘটনায় লায়ন এয়ার তাদের টেকনিকাল ডিরেক্টরকে চাকরিচ্যুত করেছে। বোয়িং প্রতিনিধিরাও ইন্দোনেশিয়ার তদন্তকারী দলের সাথে দুর্ঘটনা বিষয়ে আলোচনায় বসেছেন।
উল্লেখ্য, ব্ল্যাক বক্সে যাত্রাকালীন সময় এর বিভিন্ন তথ্য – বিমানের কর্মীদের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোল এর কথাবার্তা, বিমানের মধ্যে ও সংলগ্ন পরিবেশের বিভিন্ন রকমের শব্দ, চাপ বা তাপের পরিবর্তনের হিসাব এবং ককপিট এর ভেতরে পাইলটদের নিজেদের মধ্যের কথাবার্তা, পাইলটদের সাথে বিমানের অন্য ক্রুদের কথা, ককপিট এর সাথে বিভিন্ন বিমানবন্দরের রেডিও যোগাযোগ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত থাকে।
সারাবাংলা/আরএ/ এনএইচ