রাতে ঝগড়া, ভোরে স্ত্রীকে জবাই!
১ নভেম্বর ২০১৮ ১১:০১ | আপডেট: ১ নভেম্বর ২০১৮ ১১:০৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে রোখসানা আক্তার (২৪) নামে এক নারীকে জবাই করে খুন করা হয়েছে। ঘটনার পর তার স্বামী মো.জয়নাল পালিয়ে যাওয়ায় তাকেই সন্দেহ করছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ নভেম্বর) ভোরে নগরীর বাকলিয়া থানার তুলাতলী মোড়ে একটি বাসায় এই ঘটনা ঘটেছে।
জয়নালের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। জয়নাল পেশায় রাজমিস্ত্রির সহকারী ও ভ্যানে করে ফল বিক্রি করেন বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি প্রনব চৌধুরী। রোখসানা বাকলিয়ায় নতুন ফিশারিঘাটে মাছ কাটেন বলে জানা যায়।
ওসি সারাবাংলাকে বলেন, রোখসানার বাসার পাশে তার বড় বোন স্বামীসহ থাকেন। তারা জয়নাল ও রোখসানাকে অন্তত রাত ৩ টা পর্যন্ত ঝগড়া করতে শোনেন। এরপর তারা, বোন ও ভগ্নিপতির ঝগড়া থামিয়ে দুজনকে ভাত খাইয়ে দেন। তারা ঘুমিয়ে পড়ে।
‘ভোরে ঘুম থেকে উঠে বোন দেখেন, রোখসানার বাসার দরজা খোলা। ভেতরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় রোখসানা পড়ে আছে। স্বামী নেই। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ওসি বলেন, ঘটনাস্থলে রক্তমাখা ছোরাটি পাওয়া গেছে। আমাদের ধারণা, ঘুমন্ত অবস্থায় রোখসানাকে জবাই করে জয়নাল পালিয়ে গেছে। আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি।
সারাবাংলা/আরডি/এনএইচ