Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়াণগঞ্জে অস্ত্র-গুলিসহ ৫ ‘সন্ত্রাসী’ গ্রেফতার


১ নভেম্বর ২০১৮ ০৯:৪২ | আপডেট: ১ নভেম্বর ২০১৮ ১১:২৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া এলাকায় একটি আবাসিক ফ্ল্যাট থেকে অস্ত্র ও গুলিসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, এরা একটি সন্ত্রাসী চক্রের সদস্য।

বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় এই পাঁচজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন— বোরহানউদ্দিন, হোসেন আলী রাজন, সৈয়দ হাবিব হায়দার বাবু, সাজ্জাদুল হোসেন ও জাহাঙ্গীর আলম। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬.৫ বোরের বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ছয়টি ধারালো ছোঁড়া।

নারায়ণগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু অস্ত্র ও গুলি। গত ২৩ অক্টোবর ফতুল্লার পাগলা মুন্সীখোলা চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে যে চক্রটি গুলি করেছিল, এরা সেই সন্ত্রাসী চক্রের সদস্য কি না— তা খতিয়ে দেখা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তাদের বিষয়ে আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরা একটি সন্ত্রাসী চক্রের সদস্য। এরা জঙ্গিবাদের সঙ্গে জড়িত কি না— তাও খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসএমএন

অস্ত্র-গুলি উদ্ধার নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর