Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৫‌ অ‌ভিযানে ৫৭ জ‌ঙ্গি নিহত, গ্রেফতার শতাধিক


৬ জানুয়ারি ২০১৮ ১৮:২৭ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪৩

স্টাফ করেসপন্ডেন্ট

২০১৭ সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩৫‌টি জ‌ঙ্গিবিরোধী অভিযানে জঙ্গিগোষ্ঠীর সুইসাইডাল স্কোয়াডের ৫৭ সদস্য মারা গে‌ছেন।  এ সময় গ্রেফতার হয়েছেন আরও শতাধিক জঙ্গি। বাংলা‌দেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

‘পুলিশ সপ্তাহ-২০১৮’ উপলক্ষে শনিবার পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তি‌নি এমন তথ্য জানান।

শহীদুল হক  বলেন, ‘গত এক বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। ২০১৬ সালে হলি আর্টিজান হামলা পরে আমরা ঘুরে দাঁড়িয়েছি। নতুন করে জঙ্গিবাদের উত্থান রুখে দিয়ে জঙ্গিগোষ্ঠীর নেটওয়ার্ক ভেঙে দিতে সক্ষম হয়েছি। জঙ্গি দমনে পুলিশের অর্জন শুধু দেশেই নয় বিদেশেও প্রশংসিত হয়েছে।’

‌তি‌নি আরও বলেন, ‘জ‌ঙ্গিবিরোধী অ‌ভিযানগু‌লো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক পু‌লিশ সদস্য সাহ‌সিকতার প‌রিচয় দিয়েছেন অভিজ্ঞাগুলোতে। এ ছাড়াও যারা গো‌য়েন্দা‌গি‌রি ক‌রে আস্তানাগু‌লো বের করেছেন, তারাও অ‌নেক ঝুঁকি নি‌য়ে কাজ ক‌রে‌ছেন। সাহ‌সিকতার প‌রিচয় দেওয়ার জন্য তাদের সবাইকেই উৎসাহ দিতে হবে। তাই তাদের মূল্যায়ন করার জন্য পু‌লিশ সপ্তা‌হে পদক দেওয়া হ‌বে।’

আইজিপি ব‌লেন, ‘অন্যান্য ট্রেডিশনাল ক্রাইমও অতীতের যেকোনো সময়ের তুলনায় কমেছে। ২০১৬ সালে এক লাখ ৮১ হাজার ১৬৮টি মামলা দায়ের হয়েছে। ২০১৭ সালে মামলা দায়েরের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৫২৯ টিতে। অস্ত্র, মাদকসহ বিভিন্ন উদ্ধারের হার বেড়ে যাওয়ায় মামলার পরিমাণ বেড়েছে।  পুলিশের সক্ষমতা ও কার্যক্রম বৃদ্ধির কারণে এই উদ্ধার বেড়েছে। উদ্ধারের পরিমাণ বাদ দিলে ট্রেডিশনাল ক্রাইম তুলনামূলকভা‌বে কমেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর/টিএম/আইজেকে

অভিজান জঙ্গি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর