Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ ঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন, দগ্ধ ৫


৩১ অক্টোবর ২০১৮ ২১:৩৯ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ২২:১৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বন্ধ থাকা একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে আগুন লেগে তিন শিশুসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এইচ এম মশিউদ্দৌলা রেজা সারাবাংলাকে বলেন, আমানবাজার এলাকায় একটি ভবনের তিনতলার বাসায় আজ(বুধবার) নতুন ভাড়াটিয়া আসেন। বাসাটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সেখানে গ্যাস জমে গিয়েছিল। নতুন ভাড়াটিয়া আসার পর সেই বাসায় ম্যাচের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এতে দুই নারী ও তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

এদিকে ঘটনার পর বোমা বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর শুনে ঘটনাস্থলে যান চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা।

এসপি সারাবাংলাকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়েছি বোমা কিংবা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের কোন ঘটনা এটি নয়। নিছক জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়েছে।’

সারাবাংলা/আরডি/এনএইচ

অগ্নিদগ্ধ চট্টগ্রাম

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর