Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার সংলাপের আমন্ত্রণ পেলেন এরশাদ


৩১ অক্টোবর ২০১৮ ২১:০৮ | আপডেট: ১ নভেম্বর ২০১৮ ১৮:৫৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে। আগামী ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ এবং তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রধানমন্ত্রীর দেওয়া সংলাপের আমন্ত্রণপত্র নিয়ে যান হুসেইন মুহাম্মদ এরশাদের গুলশান-২ এর প্রেসিডেন্ট পার্কের বাসভবনে।

এবার জাপার সংলাপের চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে

সেখানে প্রধানমন্ত্রীর দেওয়া আমন্ত্রণপত্র গ্রহণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ নিজেই।

এর আগে বুধবার (৩১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই করা একটি চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায়।

সেখানে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্যান্য রাজনৈতিক জোট ও দলগুলোর মতো প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জাতীয় পার্টিও।

এর আগে সংলাপে বসতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পায় জাতীয় ঐক্যফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশ।

সারাবাংলা/এইচএ/এমআই

এরশাদ প্রধানমন্ত্রী সংলাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর