কাবাব-কোপ্তা-কেক-কোকসহ ১৭ পদে আপ্যায়ন
৩১ অক্টোবর ২০১৮ ২০:২৬ | আপডেট: ১ নভেম্বর ২০১৮ ১৮:৫৫
।। সিনিয়র করেনপন্ডেন্ট।।
ঢাকা: গণভবনে ঐক্যফ্রন্ট নেতাদের জন্য থাকছে ১৭ পদের খাবার। যার অধিকাংশ আনা হবে পাঁচ তারকা হোটেল থেকে।
গণভবন সূত্র বুধবার (৩১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে।
খাবারের তালিকায় অ্যাপেটাইজার হিসেবে থাকছে ফ্রেশ জুস (মাল্টা, আনারস, জলপাই ও তরমুজ) ও সুইট অ্যান্ড সাওয়ার কর্ন স্যুপ (চিংড়ি বাদ)।
এর সঙ্গে থাকছে মিক্সড নুডুলস (চিংড়ি বাদ), মিক্স সবজি, বিফ শিক কাবাব, চিকেন ইরানি কাবাব।
মূল খাবারে থাকছে মোরগ পোলাও, বাটার নান আর সাদা ভাত। তার সঙ্গে কারি হিসেবে থাকছে মাটন রেজালা, চিতল মাছের কোপ্তা কারি ও রুই মাছের দোপেঁয়াজা। সঙ্গে মিক্সড সালাদও থাকবে।
আর শেষ পাতে ডেজার্ট হিসেবে থাকছে টক-মিষ্টি দুই ধরনের দই আর চিজ কেক।
পানীয় হিসেবে খাবারের সঙ্গী হবে কোক ক্যান ও চা বা কফি।
আসন্ন একদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ দফা দাবি ও ১১ লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামীকাল ১ নভেম্বর সন্ধ্যা
৭টায় সংলাপে বসবেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।
বহুল আলোচিত এই সংলাপে আওয়ামী লীগ ও ১৪ দলের ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অন্যদিকে ঐক্যফ্রন্টের পক্ষে ড. কামাল হোসেনের নেতেৃত্বে ১৬ সদস্যের দল প্রতিনিধি দল গণভবনে যাবেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। তাই অতিথিদের অ্যাপ্যায়নে গণভবনের প্রস্তুতি এরইমধ্যে শেষ হয়েছে।
সারাবাংলা/এনআর/একে