ডাকসু নির্বাচন : ঢাবি শিক্ষার্থীদের তালিকা প্রকাশ
৩১ অক্টোবর ২০১৮ ১২:৪৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ১২:৫৭
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে হলগুলোতে থাকা ছাত্রছাত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামান এই তালিকা প্রকাশ করেন।
তালিকায় ১৮টি হলের মোট ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থীর নাম রয়েছে। এর মধ্যে ছাত্র ২৩ হাজার ৯৮৪ জন এবং ছাত্রী সংখ্যা ১৪ হাজার ৫০৯।
এই তালিকা থেকেই ডাকসুর সংবিধান অনুসারে পরবর্তীতে ভোটার তালিকা প্রণয়ন করা হবে।
তবে কবে নাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘প্রক্রিয়া এগোচ্ছে, দেখা যাক।’
সারাবাংলা/কেকে/এসএমএন