Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্প পরির্দশনে মিয়ানমারের দল


৩১ অক্টোবর ২০১৮ ১২:২০ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ১৫:১৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

কক্সবাজার: কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধি দল। বুধবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছায় প্রতিনিধি দলটি। বুধবার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক পরিদর্শন করার পাশাপাশি নির্যাতিত কিছু রোহিঙ্গার সঙ্গে কথাও বলবে প্রতিনিধি দলটি।

মিয়ানমারের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।

মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দলটি মঙ্গলবার ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠকে অংশ নিয়েছিল। দুপুর ১টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ডি-৫ ব্লকে সাংবাদিকদের ব্রিফিং করবেন তারা।

ইকবাল হোসেন বলেন, মিয়ানমার প্রতিনিধি দলের কক্সবাজায় আসার কারণে রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে সোমবার ঢাকায় পৌঁছে মিয়ানমারের প্রতিনিধি দলটি। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠকে অংশ নেন তারা। এতে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহীদুল হক।

সারাবাংলা/জেএএম

কক্সবাজার প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর