কমলাপুরে কন্টেইনারবাহী লরির ধাক্কায় র্যাব কর্মকর্তার মৃত্যু
৩০ অক্টোবর ২০১৮ ২৩:১৫ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৫৯
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে পণ্যবাহী কন্টেইনার লরির (টেইলর) ধাক্কায় সার্জেন্ট আবু জাফর (৪৫) নামে একজন র্যাব কর্মকর্তার মৃত্যু হয়েছেন।
আজ মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে বন্দরের ইনল্যান্ড কন্টেইনার ডিপো (ডিটিসি) এলাকায় র্যাবের আমদানী করা পণ্য গ্রহণ করতে গেলে সেখানে চলাচলকারী একটি টেইলরের ধাক্কায় গুরুত্বর আহত হন আবু জাফর। পরে তাকে উদ্ধার করে দ্রুত রামপুরার বেটার লাইফ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিএমএইচে নেওয়া হয়েছে।
হাসপাতালের চিকিৎসক ডা. শ্যামল রায় সারাবাংলাকে জানান, আবু জাফরকে হাসপাতালে নেওয়ার আগেই মারা গিয়েছিলেন। তারা মাথার মাঝখান থেকে বাম অংশ একেবারে থেতলে গিয়েছিল।
এ বিষয়ে র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, নিহত র্যাব সদস্যকে প্রথমে রামপুরা বেটার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করলে পরে সিএমএইচ এ নেওয়া হয় ময়নাতদন্তের জন্য।
সারাবাংলা/এসএইচ/এমআই