Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাওয়াত পেলেন বি. চৌধুরী, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ ২ নভেম্বর


৩০ অক্টোবর ২০১৮ ২২:৪০ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৫৯

।। হাসান আজাদ, স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টে সঙ্গে সংলাপে বসার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে সংলাপে বসবেন।

গণভবনে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়ে বিকল্পধারার সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীকে মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে ‘আমন্ত্রণপত্র’ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২ নভেম্বর সন্ধ্যা ৭টায় গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ চৌধুরী।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার তরফ থেকে রাতে সংলাপ বিষয়ে ‘আমন্ত্রণপত্র’ বারিধারায় বি. চৌধুরীর বাসায় পাঠানো হয়েছে। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

এর আগে সংলাপে বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মঙ্গলবার সন্ধ্যায় চিঠি লিখেছিলেন বিকল্পধারার সভাপতি বি. চৌধুরী।

 সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বি. চৌধুরীর লেখা চিঠিটি নিয়ে যান বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক। বিকল্পধারার চিঠি পাওয়ার পরই সরকারের তরফ থেকে সংলাপ বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়া হলো।

এদিকে ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের দিন ঠিক হয়েছে। আগামী ১ নভেম্বর গণভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

সংলাপে অংশ নেবেন ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির পাঁচ নেতা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/একে

আরও পড়ুন

সংলাপে বসতে এবার বিকল্পধারার চিঠি

বি চৌধুরী বিকল্পধারা শেখ হাসিনা সংলাপ. গণভবন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর