Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে তুলার মিলে আগুন নিয়ন্ত্রণে, ২৫ লাখ টাকার ক্ষতি


৩০ অক্টোবর ২০১৮ ২০:৫৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রংপুর : রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় একটি তুলার মিলে ভয়াবহ আগুনে প্রায় ২৫ লাখ টাকার তুলাসহ মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

রংপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপপরিচালক ইউনূস আলী জানান, নগরীর কামাল কাছনা এলাকায় জাহেদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন আফসারা তুলার মিলে লাগে। প্রায় সঙ্গে সঙ্গেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন নেভাতে প্রায় এক ঘন্টা চেষ্টা করতে হয়।

মেশিনে ত্রুটি থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ইউনূস আলী। তবে তদন্তের পর নিশ্চিত করে বিষয়টি বলা যাবে বলে জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

আগুন নিয়ন্ত্রণে তুলার মিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর