‘জাতীয় নির্বাচন ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই’
৩০ অক্টোবর ২০১৮ ১৮:৪৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ১৮:৫৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। কাউন্টার টেররিজম ইউনিটসহ পুলিশের সব ইউনিট তৎপর রয়েছে। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনানুষ্ঠানিক আলোচনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
সিটিটিসি প্রধান বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে আমরা প্রস্তুত রয়েছি। হলি আর্টিসান হামলার পর থেকে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট সক্রিয়ভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। আমরা বলতে পারি, জঙ্গিদের মাথাচড়া দিয়ে ওঠার শক্তি নেই। আমরা তাদের নেটওয়ার্ক ভেঙে দিয়েছি। ছড়িয়ে-ছিটিয়ে যারা আছে, মাথাচাড়া দেওয়ার প্রস্তুতির আগেই তাদের দমন করা হচ্ছে। সে বিষয়ে আমাদের গোয়েন্দারা সচেষ্ট রয়েছেন।
মনিরুল ইসলাম আরও বলেন, বর্তমানে ইন্টেলিজেন্স কালেকশনের সক্ষমতা আমাদের অনেক বেড়েছে। যার ফলে জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার আগেই তাদের নিষ্ক্রিয় করে আইনের আওতায় আনা হচ্ছে।
মনিরুল ইসলাম বলেন, অবৈধ অস্ত্র ও বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের বিরুদ্ধে ডিএমপি নিয়মিত অভিযান চালাচ্ছে। আগের অভিজ্ঞতায় আমরা দেখেছি, নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বৈধ অস্ত্রের অপব্যবহার রোধে আমরা অস্ত্র বিক্রেতা ও ব্যবহারকারীদের প্রতি বিশেষ নজর রাখব।
অন্য এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, নির্বাচন সামনে রেখে পলাতক সন্ত্রাসীদের দেশে এসে নিজের অবস্থান পোক্ত করার কোনো সুযোগ নেই। তারা দেশে ফিরলে আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে আইনের আওতায় আসবে। আমাদের গোয়েন্দা নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া আছে।
সারাবাংলা/ইউজে/টিআর