Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতের রায় ফরমায়েশি ও প্রতিহিংসামূলক: ৮৩ জাবি শিক্ষক


৩০ অক্টোবর ২০১৮ ১৮:৩৪

।। জাবি করেসপন্ডেন্ট ।।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় দেওয়া আদালতের রায়কে ‘ফরমায়েশি ও প্রতিহিংসামূলক’ বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ৮৩ জন শিক্ষক।

এক বিবৃতিতে তারা বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আইন ও বিধির তোয়াক্কা না করে সরকারের ইচ্ছায় বিচারিক আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। বিচারিক আদালতে এ ধরনের ফরমায়েশি ও একতরফা রায়ে আমরা গভীর উদ্বেগ জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

জাবি শিক্ষকেরা বলেন, আমরা আরও মনে করি, খালেদা জিয়া ও বিএনপিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরিয়ে রাখার মাধ্যমে একটি একতরফা নির্বাচন করে ফের ক্ষমতায় যাওয়ার ধারাবাহিক অপকৌশলের অংশ হিসেবেই এই ভিত্তিহীন সাজানো মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে।

রায়কে ‘হীন প্রচেষ্টা’ উল্লেখ করে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, সোমবার (২৯ অক্টোবর) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত।

এছাড়া, মঙ্গলবার (৩০ অক্টোবর) জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দেওয়া পাঁচ বছরের কারাদণ্ড বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।

সারাবাংলা/জেআর/টিআর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর