ট্রাকচাপায় উপজেলা শিক্ষা অফিসারের মৃত্যু
৩০ অক্টোবর ২০১৮ ১৪:১৪ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ১৪:১৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
খুলনা: ট্রাকচাপায় খুলনার দাকোপ উপজেলার শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ (৪৫) মারা গেছেন।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে অফিসে যাওয়ার পথে বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া এলাকার বিশ্বরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ বলেন, সাচিবুনিয়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় বালু বোঝাই একটি ট্রাক মাসুম বিল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাসুম বিল্লাহ দাকোপ উপজেলার শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সাচিবুনিয়া এলাকায় হেঁটে রাস্তা পার হওয়ার সময় বালু বোঝাই একটি ট্রাক মাসুম বিল্লাাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে লবনচোরা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার মরদেহ গ্রামের বাড়ী পিরোজপুর সংকর পাশা নিয়ে গেছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এমএইচ