Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএইচএলের পার্সেলে ১০ কেজি সোনা!


৩০ অক্টোবর ২০১৮ ১৩:২৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ১৪:৩৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ডিএইচএল কুরিয়ারের পার্সেলটিতে পণ্যের নাম লেখা ছিল এমপিথ্রি প্লেয়ার। তবে সেই পার্সেলের প্যাকেট খুলে মিললো ১০ কেজি সোনার বার!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে এই ১০ কেজি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে কুরিয়ার ইউনিট ও ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ ইউনিটের যৌথ অভিযানের মাধ্যমে সোনার বারগুলো জব্দ করা হয়। সোমবার রাত ১১টার সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৪৪৬ ফ্লাইটে এসব বার বাংলাদেশে আসে। জব্দ করা বারগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

তিনি আরও জানান, ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য চালানটি এসছে কামরুল ইসলামের নামে। পণ্যের ঘোষণা দেওয়া হয়েছে এমপিথ্রি প্লেয়ারের। পাচারকারী চক্রকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান অথেলো চৌধুরী।

সারাবাংলা/জেএ/এসজেএ/টিআর

ডিএইচএল কুরিয়ার সোনা উদ্ধার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর