Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালত একতরফা সবকিছু করছেন: জয়নুল


৩০ অক্টোবর ২০১৮ ১০:৩৪ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ১৪:২৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আদালত একতরফাভাবে সবকিছু করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বিএনপি নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বলেন, আমরা মনে করি, এই আদালতে যথাযর্থ বিচার পাব না। এই কথা বলে আমরা একটি আবেদন নিয়ে গিয়েছিলাম। আদালত আমাদের সেই আবেদনটি গ্রহণ করেননি।

মঙ্গলবার (৩০ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চে হাইকোর্টের একটি বেঞ্চের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত সে আবেদন গ্রহণ না করলে এর প্রতিক্রিয়ায় জয়নুল আবেদীন এসব কথা বলেন।

আরও পড়ুন- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিলের রায় আজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই সভাপতি বলেন, আমরা অত্যন্ত ব্যথিত, মর্মাহত। আমরা যে রিভিউ আবেদন করেছিলাম, সে বিষয়ে গতকাল (সোমবার) একটি আদেশ হয়েছে। আদালত সেটা খারিজ করেননি। আদালত আজকের মধ্যে আমাদের আবেদনটি নিষ্পত্তি করার জন্য বলেছিলেন। কিন্তু আমাদের ধারণা ছিল, অন্তত আমাদের কথা শুনে আদালত সেই বিষয়টিতে যথাযথ আদেশ দেবেন। কিন্তু আমরা আজকের কজ লিস্টে দেখলাম, মামলাটি রায়ের জন্য আছে। সুতরাং আমরা এটা বুঝতেই পারলাম না, আমাদের যে পিটিশনটিতে আদেশ হওয়ার কথা ছিল, সেটার কী হলো।

তিনি বলেন, এ কারণে আমরা বুঝলাম, আদালত একতরফাভাবে সবকিছু করে যাচ্ছেন। এজন্য আমরা অ্যাগ্রিভড (সংক্ষুব্ধ) হয়ে আপিল বিভাগে গিয়েছি। আমাদের তো আর জায়গা নেই। আমরা সেজন্য সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী একটি দরখাস্ত দিয়েছি। তাতে বলেছি, যেহেতু আদালত গতকালের আদেশটি কমপ্লাই না করে রায়ের জন্য রেখেছে। আমরা মনে করি এই আদালতে যথাযর্থ বিচার পাব না। এ কথা বলে আমরা একটা আবেদন নিয়ে গিয়েছিলাম।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরও বলেন, আমাদের পক্ষে এ জে মোহাম্মাদ আলী আদালতকে বলেছেন, অতীতেও এমন নজির আছে। তারপরও সেই আবেদনটি আপিল বিভাগ নেননি। এখানেও আমরা ব্যাথা পেয়েছি। আমরা কোথাও বিচার পাচ্ছি না। ওয়ান-ইলেভেনের সময় যেভাবে রাজনীতিবিদরা বিচার পাননি, আজও এখানে মনে হচ্ছে তেমনই ব্যবস্থা হচ্ছে। বেগম খালেদা জিয়া একের পর এক বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের রায় দেওয়া হবে। এসময় আদালতে যাবেন কি না— জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনও জানি না। এটা পরে বলব। সিনিয়র আইনজীবীরা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছর কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল, একই মামলায় অন্যান্য আসামিদের আপিল এবং সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আপিলের বিষয়ে আজ রায় দেবেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন।

সোমবার (২৯ অক্টোবর) এ মামলায় যুক্তিতর্ক সমাপ্ত ঘোষণা করে আজ রায়ের দিন ঠিক করে দেন আদালত। এর আগে, সোমবার সকালে ৩১ অক্টোবরের মধ্যে এ মামলার আপিল নিষ্পত্তির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। পরে বিকেলে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে উপস্থিত না থাকায় বাকি আসামিদের পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আদালত রায়ের দিন ঠিক করেন দেন।

সারাবাংলা/এজেডকে/টিআর

জয়নুল আবেদীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর