ব্যাঙ্কুয়েট হল পাচ্ছে বঙ্গভবন
৬ জানুয়ারি ২০১৮ ১৩:৪৪ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৮ ১৭:৩৪
জোসনা জামান, স্টাফ করসপনডেন্ট
বঙ্গভবনে ব্যাঙ্কুয়েট হল (বড় আকারের অনুষ্ঠান হল) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এটি তৈরি হলে ঐতিহ্যবাহী বঙ্গভবন আরও সমৃদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এছাড়া রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন যেমন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী, স্পিকারদের শপথ গ্রহণসহ কুটনীতিক, বিদেশি রাষ্ট্রীয় অতিথিসহ দেশের অভ্যন্তরে গণ্যমান্য ব্যক্তির সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ অনুষ্ঠান আরও সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হবে।
হলটি নির্মাণে ব্যয় ধরা হয়ছে ১০৮ কোটি ৯৫ লাখ টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী সভায় প্রকল্পটি অনুমোদনের কথা রয়েছে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০১৯ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে গণপূর্ত অধিদপ্তর। পরিকল্পনা কমিশন সূত্র এ তথ্য জানা গেছে।
প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য জুয়েনা আজিজ সারাবাংলাকে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাষ্ট্রপতির কার্যালয়ে ভৌত সুবিধাদি বৃদ্ধি পাবে। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথিদের উপযুক্ত স্থান নিশ্চিত করা সম্ভব হবে।
পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা সারাবাংলাকে জানান, প্রস্তাবিত প্রকল্পটি ৭৭ কোটি ৪৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হলে ২০১৭ সালের ২ আগস্ট প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করা হয়। বর্তমানে পিইসি সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হয়েছে। তবে, বাস্তবতা ও প্রয়োজনীয়তার তাগিদে ওই সভার সিদ্ধান্তের বাইরে কিছু কিছু অংশে ব্যয় বৃদ্ধি এবং কিছু নতুন অঙ্গ সংযোজন করা হয়েছে। পুনর্গঠিত প্রকল্প ব্যয় ১০৮ কোটি ৯৫ লাখ টাকা ধরা হয়েছে। প্রকল্পটি যে কোনো দিন একনেকে অনুমোদনের জন্য পাঠানো হবে।
প্রকল্পের প্রধান কার্যক্রমগুলো হচ্ছে- ৬ হাজার ৮৫০ বর্গমিটার একটি ব্যাঙ্কুয়েট হল নির্মাণ, বিদ্যমান মূল ভবনের পরিবর্তন ও পরিবর্ধন কাজ, তিনটি যানবাহন ক্রয় এবং অভ্যন্তরীণ পানি সরবরাহ, বিদ্যুতায়ন, বহিঃস্থ পানি সরবরাহ, আসবাবপত্র ক্রয় প্রভৃতি।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, বঙ্গভবন রাষ্ট্রপতির সরকারি বাসভবন। ঢাকার দিলকুশায় এটি অবস্থিত। গোড়ার দিকে এটি ছিল ভারতের ব্রিটিশ ভাইসরয়ের অস্থায়ী সরকারি বাসভবন এবং পরে পূর্ববাংলার গভর্নরের সরকারি বাসস্থান, যা গভর্নর হাউজ নামে পরিচিত ছিল। বঙ্গভবনের চারপাশে রয়েছে উচ্চ সীমানা প্রাচীর। প্রধান ভবনটি তিন তলা বিশিষ্ট একটি প্রাসাদোপম অট্টালিকা। এ ভবনের চারপাশ সবুজ বৃক্ষরাজি পরিবেষ্টিত।
রাষ্ট্রপতির দপ্তর, রাষ্ট্রপতির অসামরিক ও সামরিক সচিবদের দপ্তর, অন্যান্য কর্মকর্তাদের দপ্তর, দেশি ও বিদেশি দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাতের জন্য পৃথক পৃথক কক্ষ প্রধান ভবনের নিচতলায় অবস্থিত। এসব ছাড়াও সেখানে রয়েছে কেবিনেট কক্ষ, অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট হলঘর, দরবার কক্ষ, রাষ্ট্রীয় ভোজসভার জন্য নির্ধারিত হল, ছোট আকারের মিলনায়তন এবং স্থানীয় দর্শনার্থীদের জন্য রয়েছে বিশ্রামকক্ষ।
সারাবাংলা/জেজে/একে